শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পাওনা টাকার দাবিতে ইটভাটা বন্ধে বাঁধা দিলে ভাটা শ্রমিকদের মারপিটের অভিযোগ
পাইকগাছায় পাওনা টাকার দাবিতে ইটভাটা বন্ধে বাঁধা দিলে ভাটা শ্রমিকদের মারপিটের অভিযোগ
পাইকগাছায় পাওনা টাকার দাবিতে ইটভাটা বন্ধ করতে বাঁধা দিলে কর্মচারীদের মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছিযে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুরের পুরাইকাটিস্থ মেসার্স ফাইফ স্টার ব্রিকস এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইটভাটা বন্ধ চেষ্টার পক্ষে স্থানীয় শেখ আবু জাফর ও রফিকুল সরদার জানান,পুর্বে এনএস ব্রিকসের মালিক শাহিন ইট বিক্রয়ের কথা বলে বহু মানুষের কাছ লক্ষ-লক্ষ টাকা নেয়। কিন্তু সে শর্ত অনুযায়ী শেষ পর্যন্ত মানুষের ইট দিতে পারেনি। এক পর্যায়ে শাহিন ঋনগ্রস্থ হয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়লে ভাটার মালিকানা হস্তান্তর হয়। তাদের অভিযোগ এ ভাটাটির নাম পরিবর্তন করে ফাইফ স্টার ব্রিকসে রুপান্তর করা হলেও আমারা পুর্বের দেওয়া টাকার বিনিময়ে ইটের দাবি করে আসছি। সে অনুয়ায়ী শনিবার শেখ আবু জাফর, শেখ সরোয়াদি
, শেখ মোস্তাক, রফিকুল সরদারসহ ৩৫ /৪০ জন নারী-পুরুষ ফাইফস্টার ব্রিকসে গিয়ে জ্বালানী বন্ধ করতে গেলে ভাটা শ্রমিকরা বাঁধা দেয়।
ভাটার জমির মালিক ও শ্রমিক স্থানীয় আসাদুল সরদার ও ভুট্ট অভিযোগ করে বলেন, কর্মরত অবস্থায় গ্রাম থেকে ৩৫/৪০ জন মানুষ হুট করে ভাটায় এসে জ্বাল বন্ধ করতে যায়। তাদের অভিযোগ জ্বাল বন্ধ করতে বাঁধা দিলে শেখ জাফর, সাত্তার মোড়ল,ইকবাল মোড়ল, জামসেদ ভাটা শ্রমিক আসাদুল ও ভুট্টকে মারপিট করেন । খবর পেয়ে থানা পুলিশে এসআই অমিত দেবনাথ, এসআই সাদ্দাম হোসেন ও এএসআই শেখ পলাশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ফাইফ স্টার ব্রিকর্স মালিক পক্ষের মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ও ভাটা ম্যানেজার মোঃ সোহরাব হোসেন জানান, আমরা সরকারি রাজস্ব দিয়ে ইটভাটা পনিচালনা করছি। এতে বহু মানুষের কর্ম সংস্থান হয়েছে। ভাটা মালিক পক্ষের অভিযোগ পুর্বের দেনা-পাওনা সম্পর্কে আমাদের জানার কথা নয়। প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে পেশিশক্তি বলে বার-বার ভাটাটি বন্ধের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান,ভরা মৌসুমে ইটভাটা বন্ধ করতে যাওয়া আদৌ ঠিক হয়নি। নিয়ম-অনিয়ম দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি আরোও বলেন, এখন কোন পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় ভাটা মালিক পক্ষ মামলা করবে বরে প্রস্তুতি নিচ্ছে ।






পাইকগাছায় মাদকসহ রাজনৈতিক মামলায় আটক- ৩
মহম্মদপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পাইকগাছায় সরকারি মাটি কর্তনে যৌথ অভিযানে আটক -২ : একজনের কারাদণ্ড
পাইকগাছায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
মাগুরায় নাটা গাড়ি উল্টে নিহত ১
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক 