শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

SW News24
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল
প্রথম পাতা » অপরাধ » রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল
৩৬৩ বার পঠিত
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল

---

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের পক্ষে কাজ করায় পাইকগাছায় যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের মৎস্য লীজঘের জবরদখল করা হয়েছে। এঘটনায এলাকায় ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে অহিদুজ্জামান মোড়লের নির্দেশে তার শ্যালক মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট উপজেলা যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের লীজ ঘেরটি জবর দখল করেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের পুত্র যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ কয়েক বছর যাবৎ বাইশারাবাদ মৌজায় প্রায় ৯ বিঘা জমি জমির মালিকদের কাছ থেকে লীজ ডিড নিয়ে ও এফসিডিআই প্রকল্পের অনুমোদন নিয়ে মৎস্য ও ধান চাষ করে আসছে। উক্ত মৎস্য লীজ ঘেরটি জবর দখল করতে মঠবাটী গ্রামের মৃত তারাই সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্ট দীর্ঘদিন পায়তারা করে আসছে।নির্বাচনের পর গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট লোকজন নিযে ঘেরটি দখল করে নেয়। যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ ঘেরটি ফিরে পেতে অহিদুজ্জামান মোড়ল ও খুলনা -৬,পাইকগাছা- কয়রার সংসদ সদস্য মো: রশিদুজ্জামানের কাছে গিয়ে একাধিকবার ধর্ণা দিলেও কোন সমাধান পায়নি। এবিষয় অহিদুজ্জামান মোড়ল বলেন, অনুপ ঈগলের পক্ষে কাজ করেছে. ওর ক্ষমা নে, ্ওর ঘের কেড়ে নেওয়া হবে, কোন মাপ নে।ঘেরের কোন সমাধান না হওয়ায অনুপ কুমার ঘোষ থানায় অভিযোগ করেছে। এবিষয় থানার ওসি ওবাদুর রহমান বলেন, উভয় পক্ষকে ডেকে ঘেরের সমস্যা সমাধান করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)