শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ন ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
৬১ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

---

 

‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি ও চশমা বিতরণ অনুষ্ঠান  ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে খুলনার গোয়ালখালি পিএইচটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সমাজে প্রতিষ্ঠার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের চলার পথে সব থেকে বড় উপকরণ হল সাদাছড়ি। তাদের জীবনমান উন্নয়ন, সাফল্য অর্জনে এর গুরুত্ব অপরিহার্য। তাই সাদাছড়ির ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার বাড়াতে হবে। অতিথিরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান জানান।

সভায় জানানো হয়, খুলনায় ৪৩ হাজার একশত ৪৮জনকে প্রতিবন্ধী ভাতা ও সাতশত ৬০জনকে চার স্তরে শিক্ষাভাতা প্রদান করা হয়েছে। কোন না কোনভাবে ৫২ হাজার চারশত ৮৫জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সবাইকে সুবর্ণকার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা। অনুষ্ঠানে পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মোঃ আবিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তা মৌসুমী দেবনাথ, দৃষ্টি প্রতিবন্ধী সবুজ, শেখ নুর মোহাম্মদ সুনু, বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডসেভারের জেলা কো-অর্ডিনেটর বনফুল চুমকি বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অতিথিরা ১৫ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি, কালো চশমা ও আটজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)