বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী
কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ দূর্যোগ প্রবণ উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদরের তিনরাস্তা সংলগ্ন মধুর মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচী বাস্তবায়নের উদ্যোক্তা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী দেবব্রত সরকার বলেন, প্রতিনিয়ত নদী ভাঙ্গন, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে কয়রার মানুষ। ষাটের দশকে নির্মিত সেই দুর্বল বেড়িবাঁধ রয়েছে ঝুকিপূর্ণ। দির্ঘদিন তা সংস্কার না করায় ভাঙ্গন আতংকে দিন কাটে কয়রাবাসীর। তাই অধিক গুরুত্ব দিয়ে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর কয়রা উপজেলা শাখার আহবায়ক মোঃ তরিকুল ইসলাম বলেন, উপকূলীয এলাকা কয়রায় টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমরা সকলেই নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। যার কারণে বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার ও নির্মাণ কাজের পাশে শিডিউলের সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করার দাবী জানাই। কয়রার কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, কয়রা দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এখানকার সুন্দরবন হতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। এই অঞ্চলের সাদাসোনা বলে খ্যাতো বাগদা চিংড়ি উৎপাদন করে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত সব সম্ভবনার জায়গায় উন্নয়নে রয়েছে অনেক পিছিয়ে। সেই দিকটা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কয়রার আপামর জনসাধারণের প্রাণের দাবী দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অতীব জরুরী হয়ে পড়েছে। গণস্বাক্ষরতা কর্মসূচীতে হাজার হাজার লোকজন স্বাক্ষর করেন।






আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে আ.স.ম জামশেদ খোন্দকার যোগদান করেছেন
পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিন ব্যাপী মাশরুম চাষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
নড়াইলে গ্রাম আদালত শক্তিশালীকরণে গুরুত্বারোপ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে চেক বিতরণ
নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা 