রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলার উদ্বোধন করেন জামায়াতঃ নেতা মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলার উদ্বোধন করেন জামায়াতঃ নেতা মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছার লস্কর ইউনিয়নের শিবসা নদীর আলমতলার হাট থেকে পাইকগাছা ব্রীজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের প্রায় এক কিলোমিটার ওয়াপদার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল এর সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোন সময় বাঁধ ভেঙে লবণ পানিতে প্লাবিত হয়ে ভেসে যাবে এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এতে করে ভেসে যাবে শত শত চিংড়ি ঘের। বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে হবে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতি হবে কোটি কোটি টাকার সম্পদ। তাই দ্রুত বাঁধ নির্মাণের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। গত কয়েক বছর ধরে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের শিবসা নদী সংলগ্ন আলমতলায় ওয়াপদার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দেয়। সেই সময় জাইকার অর্থায়নে একটি প্যাকেজে টেন্ডারের মাধ্যমে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়। সে কাজটিও যদি ঠিকমত সময়ে সঠিকভাবে হতো তাহলে আজ এই ভোগান্তি হতো না। এখানে কোন অনিয়ম হলে তার জন্য জবাবদীহির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমান, লস্কর ইউনিয়ন আমীর মোজাফফর হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা আব্দুস সবুর, আফসার উদ্দিন ফিরোজী, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাসেল প্রমুখ। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ভাঙন রোধে নদীতীরের দুর্বল স্থানগুলোতে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ জন্য প্রয়োজন ভাঙনপ্রবণ স্থানগুলোতে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট কংক্রিট ব্লক (সিসিব্লক) ফেলে নদীতীরকে মজবুত করা, যাতে নদীর ভাঙন ঠেকানো যায়। এ ছাড়া বাঁশের তৈরি খাঁচা (পারকুপাইন) ফেলেও নদীতীরকে শক্ত রাখা যায়। তিনি বলেন, সরকারের ও পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছা থাকলে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া কঠিন কিছু নয়। নদীভাঙন বন্ধ করা গেলে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা বাঁচবে। আশ্রয় ও জীবিকার সন্ধানে তারা শহরাঞ্চলে ছুটবে না। বিস্তীর্ণ মৎস্য ঘের ও ফসলের জমি নদীতে তলিয়ে যাবে না, জনপদ, অবকাঠামো বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পাবে। একইসঙ্গে তা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী রাখতে অবদান রাখবে ইনশাআল্লা






পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
কেশবপুরে শহীদ আবুবকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিকী: বিচারের দাবিতে উত্তাল স্মরণসভা
মাগুরায় ইউনিয়ন বিএনপি’র দ্বন্দ্বে অফিস ভাঙচুর
আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
মাগুরা - ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি
মাগুরায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাইকগাছায় জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়
পাইকগাছায় বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে লিফলেট বিতরণ 