সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন
মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিনিধি ; মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রত্যুষে মাগুরা কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় । সকাল ৮ টায় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বিএনপি ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া সকাল সাড়ে ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। সকাল ৯ নোমানী ময়দানে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, সকাল সাড়ে ৯টায় নোমানী ময়দান সংলগ্ন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় । এছাড়া বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত এবং মন্দির,গির্জা ও প্যাগডাই বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।






মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পুলিশের এআইজি শামীমার বাবার দাফন সম্পন্ন
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাইকগাছায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন; এলাকাবাসীর দুর্ভোগ চরমে
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক মতবিনিময় সভা
মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরা সদর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 