শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

SW News24
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারী চক্র
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারী চক্র
১৪৬ বার পঠিত
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারী চক্র

--- প্রকাশ ঘোষ বিধান,(খুলনা) পাইকগাছা : সুন্দরবনে হরিণ শিকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে চলেছে। শিকারী আর পাচারকারীরা  ফাঁদ পেতে ও গুলি করে শিকার হচ্ছে হরিণ। সুন্দরবনে থামছেই না হরিণ নিধন। কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই হরিণ শিকার হচ্ছে। প্রকাশ্যে বিক্রি হচ্ছে হরিণের মাংস। মাংস ও চামড়াসহ ধরাও পড়ছেন শিকারিরা। সুন্দরবনের নদী ও খালগুলোয় বিষ দিয়ে মাছ শিকারেও মহোৎসব চলছে। অবাধে হরিণ শিকারের কারণে জীববৈচিত্র্যে প্রভাব পড়ছে।

শিকারী চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই মাসে বনবিভাগ, পুলিশ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২৭৪ কেজি হরিণের মাংস জব্দ করেছে এবং ৩ ব্যক্তিকে আটক করেছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভালো নেই মায়াবী হরিণ। বন্য এ প্রাণীটি চোরা শিকারী ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। সাম্প্রপ্তিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জেলে-বাওয়ালীরা যেমন আতঙ্কে রয়েছে অপর দিকে বেড়েছে হরিণ শিকারী চক্রের দৌরাত্ম। হরিণ শিকারীচক্র ও বনদস্যুদের কাছ থেকে অন্যান্য বন্য প্রাণীও নিরাপদ নয়।

সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে ৩৪ কেজি হরিণের মাংসসহ পাইকগাছা উপজেলার কাশিম নগর গ্রামের আমিন উদ্দিন মোড়লের ছেলে ইকবাল মোড়লকে মহারাজপুর ইউনিয়নের কালনা বাজার থেকে মোটরসাইকেলসহ আটক করে। ১৫ জানুয়ারি খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা সুন্দরবনের সত্যপিরের ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এ সময় একটি নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি। ২০ ফেব্রুয়ারি খাসিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবনের ছেড়ারখাল এলাকা হতে  ৯০ কেজি হরিণের মাংস, ১টি নৌকা এবং হরিণ ধরার সরঞ্জাম জব্দ করে। ২২ জানুয়ারি বনবিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে ৬২ কেজি হরিণের মাংস ১টি নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করেছে। ৬ মার্চ পুলিশ অভিযান চালিয়ে আমাদী ইউনিয়নের হদুবুনিয়া গ্রামের প্রভাষ মন্ডলের বাড়ির সামনে থেকে প্রভাষ মন্ডল ও অসিত সানাকে ৮ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার করে।

প্রতিনিয়ত সুন্দবন থেকে হরিণ শিকার হলেও বন বিভাগের কর্মকান্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলে বাওয়ালীরা জানান, সুন্দরবনে বনবিভাগের টহল থাকলেও অদৃশ্য কারনে হরিণ শিকার বন্ধ হচ্ছে না। শিকারীচক্র বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে। আবার কখনও তাদের চোখ ফাঁকি দিয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয়। যার কারণে সুন্দরবনে হরিণ শিকার বদ্ধ হচ্ছে না।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের কোবাদক, কাশিয়াবাদ ও বানিয়াখালী ফরেস্ট স্টেশন এলাকায় হরিণ শিকারীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। জানতে চাইলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্দের জন্য বনবিভাগ ৩ মাসের একটি প্যাকেজ নিয়ে কাজ করছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের পাশাপাশি পুলিশ ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।





সুন্দরবন এর আরও খবর

পূর্ব সুন্দরবনে তিন মাসে ১৪৮ জেলে আটক, ফাঁদসহ ২৪২ টি ট্রলার ও নৌকা জব্দ পূর্ব সুন্দরবনে তিন মাসে ১৪৮ জেলে আটক, ফাঁদসহ ২৪২ টি ট্রলার ও নৌকা জব্দ
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবনের দ্বার ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবনের দ্বার
উপকূলীয় গোলফল বিক্রি হচ্ছে ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে উপকূলীয় গোলফল বিক্রি হচ্ছে ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে
সুন্দরবন সুরক্ষা ও বনায়নে অবদানের জন্য মোস্তফা নুরুজ্জামানকে উপকূলবন্ধু সংবর্ধনা সুন্দরবন সুরক্ষা ও বনায়নে অবদানের জন্য মোস্তফা নুরুজ্জামানকে উপকূলবন্ধু সংবর্ধনা
বিষের ফাঁদ পেতে মাছ শিকার; হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র বিষের ফাঁদ পেতে মাছ শিকার; হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র
সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্যকারী চোরা শিকারীরা বনের সম্পদ ধ্বংস করছে সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্যকারী চোরা শিকারীরা বনের সম্পদ ধ্বংস করছে
শ্যামনগরে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগরে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
শ্রীপুরে জুলাই পূনর্জাগরণ  উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শ্রীপুরে জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)