মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।এবারের প্রতিপাদ্য বিষয়, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।
মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মো: শামীম কবির । এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ,মাগুরা জেলা শাখার আমির এম বি বাকের, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো: হোসাইনসহ জামায়াত -বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সেমিনারে বিশেষ বক্তা: হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. রাজিব হোসেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মাগুরা। এসময় তিনি ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ নকশার উপরে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন তুলে ধরেন। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি বলেন, ভূমি অফিসে গিয়ে যাতে ভোগান্তির শিকার না হতে হয় এজন্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন আবেদন করা যাবে। তিনি আরো বলেন নামজারি করতে যত বড় দাগের জমি হোক এবং যত মূল্যের জমিই হোক সরকারি খরচ মাত্র ১১৭০ টাকা হলেও অনেকেই দালালের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নিজেদেরকে সচেতন হতে হবে। মাগুরায় ২৫ মে শনিবার থেকে শুরু হওয়া ভূমি মেলা চলবে বুধবার ২৮ মে পর্যন্ত চলবে।






মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পুলিশের এআইজি শামীমার বাবার দাফন সম্পন্ন
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাইকগাছায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন; এলাকাবাসীর দুর্ভোগ চরমে
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক মতবিনিময় সভা
মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরা সদর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 