মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা কারাগারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন মৌসুমি ফল উৎসব। জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৪৩৫ জন কারাবন্দীর মাঝে মৌসুমী ফল লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়। কারাগারের সুপারিনটেনডেন্ট. মহিউদ্দিন হায়দার জানান, “কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কারাগারের ভেতরে। “ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্নীয় স্বজনের নিকট বিষয়টি দারুণ সাড়া ফেলে এবং সকলে এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে । তারা বলেন, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে। অনুষ্ঠানে বন্দীদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের মাঝে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।
উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মননশীল কার্যক্রমের মাধ্যমে কারাবন্দিদের মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি প্রাঞ্জল দৃষ্টান্ত।






মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পুলিশের এআইজি শামীমার বাবার দাফন সম্পন্ন
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাইকগাছায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন; এলাকাবাসীর দুর্ভোগ চরমে
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক মতবিনিময় সভা
মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরা সদর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 