বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
প্রথম পাতা » খেলা » খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
![]()
খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ মে বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সামনে এগুতে হবে। ভবিষ্যতে এই খেলোয়াড়রা জাতীয় দলে খেলবে। খেলাধুলায় জয়পরাজয় নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। এই নারী টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনীর মেজর মাসুক, মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে খুলনার ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার জন্য সাতজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট এবং চার জনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সাংবাদিক আবু তৈয়ব, শেখ আবু হাসান, সেখ আব্দুল হালিম, তরিকুল ইসলাম, কনক রহমান, আব্দুল্লাহ আল মামুন (রুবেল) ও আহসান হাবিব হ্যাপী। মরনোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন মাহমুদ আল খান মুকু, অধ্যাপক আব্দুর রহমান, ওয়াদুদুর রহমান পান্না ও এস কে মহবুব হোসেন।






পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরার মঘী মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন 