

বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী ও চালক আহত
পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী ও চালক আহত
খুলনার পাইকগাছায় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী সোহরাব মোল্লা ও চালক আফজাল আহত হয়েছেন। ১৯ জুন বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে আলমসাধু ধানবোঝাই করে পাইকগাছা অভিমুখে যাওয়ার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সোহরাব মোল্লা আহত হন। তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন। স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় আলমসাধুর চালক কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ছাড়া আলমসাধু ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।