

শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির প্রতাপনগরে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন
আশাশুনির প্রতাপনগরে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন
আশাশুনি : আশাশুনির প্রতাপনগরে পানি নিষ্কাশনের গেট অবমুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা।
শনিবার বেলা সাড়ে ১০ টায় প্রতাপনগর মাদার বাড়িয়ায় স্থানীয় শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আরজু গাজী, আব্দুল গফুর, মনিরুজ্জামান মনি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন আম্ফানের কারণে বিগত চার বছর আমরা জমিতে মাছ ও ধান কোনটাই চাষাবাদ করতে পারিনি। অর্থনৈতিক ভাবে আমরা নিঃস্ব হয়ে গেছি। আম্ফানের পূর্বে আমরা আমাদের জমিতে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করতাম। আম্ফানের পর আমাদের ইউপি চেয়ারম্যান লোনা পানি মুক্ত এলাকা বিনির্মাণের লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেন। তাঁরই লক্ষ্যে আমরা এলাকাবাসী মিষ্টি পানির মৎস্য ঘের বিশেষ করে ধান চাষের জন্য উদ্বুদ্ধ হয়ে চেষ্টা করে যাচ্ছি। বর্ষা মৌসুমে বা অতিবর্ষণে আমাদের প্রায় ৯০০ বিঘা জমির ধানের বীজতলা যাতে ডুবে নষ্ট না হয়ে যায় সে জন্য আমাদের চেয়ারম্যান সরকারি অর্থ বরাদ্দে সম্প্রতি মাদার বাড়িয়া খেয়াঘাট সংলগ্ন স্থানে খোলপেটুয়া নদীতে পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধে একটি পাকা গেট নির্মাণ করেন। অতিবৃষ্টিতে ৯০০ বিঘা জমির ধানের বীজতলা নষ্ট হতে থাকলেও এখনও পর্যন্ত পানি নিষ্কাশনের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
পানি নিষ্কাশনের জন্য স্থানীয় কৃষকরা ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন পানি নিষ্কাশনের গেটের পাটা উঠানো নামানো দেখভাল করার কোন লোক নাই। লোকজন না পাওয়া পর্যন্ত খোলা যাচ্ছে না। এ খবরে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।
অবিলম্বে গেটটির পাটা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বীজতলা রক্ষার দাবিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষকরা।