

রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দেশব্যাপী সহিংসতা হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে কেশবপুরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
দেশব্যাপী সহিংসতা হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে কেশবপুরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও মসজিদের ইমামদের ওপর হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করে তারা। ছাত্রনেতা মিরাজ হোসেনের সভাপতিত্বে শহরের গাজীর মোড় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহফুজ হোসেন ইমন, ছাত্রনেতা খায়রুল ইসলাম, ছাত্রনেতা বোরহানউদ্দিন প্রমূখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সমপ্র৫িম৩ত খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠিত নৃশংস হত্যাকান্ডসহ দেশজুড়ে চলমান অপরাধ ও সহিংসতায় মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও ইমামদের ওপর হামলা পরিকল্পিত এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের গভীর ষড়যন্ত্র।
বিক্ষোভ সমাবেশের পূর্বে একটি প্রতিবাদ মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্র-জনতা ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান।