

সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ
পাইকগাছা পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম, আমসহ বিভিন্ন ফল ও ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। ২১ জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, এসএম মফিজুর রহমান, এসএম তোফায়েল আহমেদ, এনামুল হক, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, নাহিদ মল্লিক, ফয়সাল আহমেদসহ উপকারভোগী সাংবাদিকবৃন্দ। এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬০০ উপকারভোগীকে নিম,বেল,জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জন কৃষককে ৫টি করে আম গাছের চারা,১২৫ জনকে ৫টি লেবু গাছের চারা ও ১০ কেজি জৈব সার এবং ৪৫ জনকে ৪টি তাল গাছের চারা ও ব্যাড়া সরবরাহ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছ রোপণের আগ্রহ বাড়বে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।