

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোকলেছুর রহমান কাজলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা
পাইকগাছায় মোকলেছুর রহমান কাজলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা
পাইকগাছায় মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের পরিবার কর্তৃক মোকলেছুর রহমান কাজলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নতুন বাজারে মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন মোঃ জাহিদুর রহমান। বক্তব্য রাখেন, গদাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, হিলফুল সমবায় সমিতির সভাপতি ইউনুস সরদার, আজিজুর রহমান, সন্তোষ সরদার, হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, জুয়েল রানা, হাসানুর রহমান, লিটু, নাজমুল হাসান ভুক্তভোগী মোকলেছুর রহমান কাজলসহ অনেকে। সভায় বক্তারা মঠবাটী গ্রামে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন।