

বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থার দুস্থদের মাঝে চাউল বিতরণ
মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থার দুস্থদের মাঝে চাউল বিতরণ
মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থা নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এলাকার বঞ্চিত ও দুস্থ মহিলাদের মধ্যে চাউল বিতরণ করেন।
বৃহস্পতিবার সকালে মাগুরার পারনান্দুযালী তাদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসুচি শুরু করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিশর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা রেডক্রীসেন্ট এ-র ভাইস চেয়ারম্যান মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কুতুব উদ্দিন উপস্থিত থেকে দুস্থদের হাতে চাউল তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম মিশর, প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি চাঁদনী ইসলাম। অনুষ্ঠােনে শতাধীক দুস্থ মহিলার মাঝে চাউল বিতরণ করা হয়। সংগঠনটি সমাজ উন্নয়নে গাছের চারা বিতরণ, মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে স্বাভলম্ভী করার কাজ করে যাচ্ছে।