শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

SW News24
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
২২ বার পঠিত
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

---মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে গাংনালিয়া বাজারে মাবিয়া ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার গাংনালিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কীটনাশক ডিলার মুদি দোকানি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানকে তদারকি করা হয়। এ সময় মেসার্স মাবিয়া টেন্ডার্স নামের একটি ব্যবসা  প্রতিষ্ঠানকে টিএসপি সার  ডিলার প্রতিষ্ঠানের তদারকি কালে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী  ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা দামে ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জনাব জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এই অভিযান পরিচালনায়ও আরো উপস্থিত ছিলেন কৃষি বিপনণ কর্মকর্তা রবিউল ইসলাম সহ জেলা পুলিশের সদস্যরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)