

মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন
মাগুরায় বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি :মাগুরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাগুরা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মাসুম বিল্লাহ, রূপক আইচ, শাহিন আলম তুহিন, নাঈমুর রহমান, আবু সেলিম, জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বশরুল ইসলাম, হাসান আলী, মশিউর রহমান প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ই জুলাই সরকার এক পরিপত্রে কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রতিষ্ঠান বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কে নিয়ে এ বছর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঘোষণা দেয়। এই পরিপত্র বাতিল ও বেসরকারি প্রাথমিক এবং কিন্ডারগার্ডেন কে সংযুক্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে সারাদেশে মানববন্ধন করে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন ভুক্ত স্কুলগুলো। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২০ আগস্ট তারিখের মধ্যে এ দাবি না মানলে বিভাগীয় উপ পরিচালকের কার্যালয় ঘেরাও মার্চ ফর ঢাকা কঠোর কর্মসূচি দিতে বাধ্য করা হবে সরকারকে।