

রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পরিবহন ও তেলবাহী ট্রাকের সংঘর্ষ ; নিহত ১ আহত ১৫
মাগুরায় পরিবহন ও তেলবাহী ট্রাকের সংঘর্ষ ; নিহত ১ আহত ১৫
মাগুরা প্রতিনিধি : মাগুরা- যশোর মহাসড়কের সদরের ভাবনাহটি ঢাল এলাকায় আজ রবিবার সকাল ১০ টায় তেলবাহী ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দীনবন্ধু বিশ্বাস (৫৩ ) নামে একজন নিহত হয়েছে। নিহত দীনবন্ধু বাড়ি উপজেলার বারোবাজার এলাকায়। এ ঘটনায় নারী শিশুসহ ১৫ আহত হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের এস আই মাহবুবুর রহমান জানান, মাগুরা- যশোর সড়কের সদরের ভাবনাটি ঢাল এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাকা ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গোল্ডেন পরিবহনে থাকা যাত্রী একই পরিবারের ৫ জনসহ দীনবন্ধু (৫৩),সোহেল (৩৬), মিন্টু (৩৪), আক্কাস (৫০), সিয়াম (২১) আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ইমরান আহমেদ জানান, দশটার দিকে এ ঘটনা ঘটলে আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত দীনবন্ধুর অবস্থা আশংকাজনক থাকায় তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্য হয়।