

মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মাগুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মাগুরা প্রতিনিধি : মাগুরা ভায়না ঢাকা রোড সড়কের পাশে ফুটপাতের ক্ষুদ্র ১৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে ভায়না ঢাকা রোড সড়কের সরকারি হাসপাতালের সামনে ও খাদ্য গুদাম অফিসের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ সড়কের সদর হাসপাতাল সরকারি খাদ্যগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ স্থাপনার মধ্যে ছিল চায়ের দোকান, ফলের দোকান বিভিন্ন রকম ভাসমান খাদ্যপন্যেছোট ছোট দোকান।
গুরুত্বপূর্ণ এসব এলাকায় যানজট সহ জনদুর্ভোগ এড়াতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল নবীর জোহা বলেন, মাগুরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে অভিযোগ পেলে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে অভিযোগের ভিত্তিতে এই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।