

বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর খেলার মাঠে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঘোড়া ও গরু বিচরণ করায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ঘোড়া, গরু, ছাগল, মহিষ বিচরণ করানো নিষেধ থাকলেও মানছে না এলাকার ঘোড়া ও গরুর মালিকরা। মাঠে ঘোড়া গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে। এর ফলে ঘোড়া গরুর মলে পুরোমাঠ ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ফলে মাঠে খেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এলাকার চেঁচুয়া, বান্দিকাটী ও গদাইপুর গ্রামের কয়েকজন ঘোড়ার মালিক ৪টি ঘোড়া ও কয়েকটি গরু ছেড়ে দিয়ে মাঠে বিচরণ করাচ্ছে। মাঠের খেলার সময় ঘোড়া মাঠ থেকে চলে গিয়ে পাশের মালিকদের ফসল ক্ষেতে বিচরণ করছে। একদিকে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পাশ্ববর্তী জমির মালিকদের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করছে ঘোড়া। ছেড়ে দেওয়া ঘোড়াগুলো সকাল থেকে সারারাত মাঠে বিচরণ করে। মাঠের খেলোয়াড় ও এলাকার বিশিষ্টজনরা ঘোড়ার মালিকদের বারবার মাঠে ঘোড়া বিচরণ করাতে নিষেধ করলেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত না করে যথারীতি মাঠে ঘোড়া বিচরণ করাচ্ছে।
ঘোড়া গরুর মলে পুরোমাঠ ছড়িয়ে ছিটিয়ে খেলার মাঠের হয়েছে বেহাল অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হয় মাঠগুলোর নজরদারি করার কেউ নেই। খেলার মাঠে নেই খেলাধুলার পরিবেশ। খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ। খেলাধুলা এবং বিনোদন এমন একটি পরিবেশ সৃষ্টি করে,যা শিক্ষার্থীকে উন্নত বহিরঙ্গন পাঠ্যক্রম শেখার পরামর্শ প্রদান করে। মাঠের খেলোয়াড় সুস্থ ও সুন্দর পরিবেশে মাঠে খেলা করতে পারে তার জন্য গরু ও ঘোড়া বিচারণ করানো বন্ধ করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।