শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

SW News24
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক
১২৮ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক

---শাহীন আলম তুহিন, মাগুরা থেকে  : হেমন্তের শুরুতেই মাগুরার হাটে বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। ইতিমধ্যেই  মাগুরা সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যাচ্ছে অধিকাংশ কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।  মাঠে মাঠে  পাকা হলুদ ধান বাতাসে দোল খাচ্ছে। কিন্তু ধানের দাম কম থাকায় এবার বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি বছরে এবার জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে তথ্য জানান কৃষি বিভাগ।
কৃষি বিভাগ বলছে,চলতি বছর  পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকায় আবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই জেলার কৃষকরা  ৩৫ শতাংশ ধান কেটেছেন। বাকি ধান  কাটা চলছে।  চলতি বছর জেলায় আমন ধানের চাষ হয়েছে ৬১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে। এর মধ্যে সদরে ২৩ হাজার ৪৮০ হেক্টর,শ্রীপুরে ১১ হাজার ৫৩৫ হেক্টর, শালিখায় ১৪ হাজার ৫৯০ হেক্টর ও মহম্মদপুরে ১২ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবার ধানের হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে ৩.৭ মেট্রিক টন চাউল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২৩৪ হেক্টর চাউল।
সদরের টেংরাখালী গ্রামের  কৃষক বিপুল সরকার জানান, এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমি এবার  ২  বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ইতি মধ্যেই  অর্ধেকের বেশি ধান কাটা শেষ হয়েছে। বাকি অর্ধেক জমির ধান কাটা চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবার ধানের দাম কম থাকায়  খরচ উঠছে না। বাজারে প্রতি মন ধান এখন ১ হাজার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছর তুলনায় দাম খুবই কম। গত বছর প্রতিমন ধান  ১ হাজার ৩৫০ টাকা থেকে  ১৪ শ টাকায় বিক্রি হয়েছিল।  এখন ধানের দাম কম থাকায় আমরা বিপাকে আছি।
সদরের মালঞ্চ গ্রামের চাষী সঞ্জয় সরকার  জানান,এবার আমি আড়াই শতক জমিতে ধানের আবাদ করেছি। জমিতে ধান কাটা চলছে। ধান মাড়াই করছি বাড়িতে। বর্তমান বাজারে ধানের দাম একটু কম। আশা রাখছি আগামীতে ধানের দাম বাড়বে তাই আমি চিন্তিত নই।
সদরের নরসিংহাটি গ্রামের   কৃষক জামিল হোসেন বলেন, আমার জমির  ধান কাটা প্রায়ই শেষ। এখন বাড়িতে মাড়াই চলছে।  কিছু ধান হাটে বিক্রয় করেছি। এখন হাটে ধানের দাম একটু কম তবে আশা রাখছি মাসখানেক পরে ধানের দাম বাড়বে।
মাগুরা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম বলেন, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে । এবার জেলায়  আমন ধানের বিরি-৭৫,৮০,৮৭,৯০ জাতের ধানের চাষ বেশি হয়েছে। আবহাওয়া পরিবেশ ভালো থাকায় এবার আমন ধান খুবই ভালো ফলন। চলতি বছর জেলার ৯ হাজার ৭৫০ কৃষকদের মাঝে  বিনামূল্যে  বীজ ও সার দেয়া হয়েছে। ইতিমধ্যেই জেলায় ৩৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।  বাকী ধান ডিসেম্বর মাসের মধ্যেই কাটা শেষ হবে। হাটে-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে । বর্তমানে ধানের দাম কিছুটা কম। আশা রাখছি এক মাসের মধ্যেই ধানের দাম বৃদ্ধি পাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)