শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খাঁ শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। পূর্বশত্রুতা ও মাদক বেচাকেনায় বাধা দেয়ায় মাসুদ রানাকে হত্যা করা হয়। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ ছিল। মাসুদ শুক্তগ্রামের সবর শেখের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।






পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার
বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য 