শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র উদ্যেগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় নতুন বাজার কার্যলয়ে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু। উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আহম্মেদ আলী বাচা,পরিবেশ কর্মি গনেশ দাশ, শাহিনুর রহমান প্রমুখ।
দেশে এখন কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান একথা বলেন।






গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 