বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আশাশুনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![]()
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিবসটি পলন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। ছাত্রলীগের সম্পাদক কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সকালে আ’লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্দোগে একটি র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডেলটা অফিসের সামনে পথসভায় মিলিত হয়। ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মুজিবুর রহমান, ঢালী সামছুল আলম, আছাদুল ইসলাম, যুবলীগের যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মন্টু, আখতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রাসেল, আমিরুল, রাকিব, আজম, আশিষ, শামিম প্রমূখ। পরে দলীয় কার্যালয়ে যেয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৈবার রহমান তৈবার সভাপতিত্বে যুবলীগের আহবায়কে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন। ছাত্রলীগ নেতা আছমাউল হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, যুবলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, যুবলীগ নেতা আহছান উল্লাহ আছু, মিজানুর রহমার সাক্কি, পরেশ অধিকারি, মেম্বর শহিন আলম, শ্রমিক ইউনিয়ন লীগ নেতা রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা উজ্জল, রানা, ইমরান, মিজান, রাজ, তূর্য্য, সাব্বির তারিক, চাঁদ, রাফসান প্রমূখ। আলোচনা শেষে কেক কেটে সবার শুভ জন্ম দিন আনন্দ ভাগাভাগি করা হয়।#
আনুলিয়া প্রতিনিধি আবু রাশেদ জানায়, আশাশুনির আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় কাকবাসিয়া বাজার থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে আনুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। আনুলিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার কেক কেটে শুভ উদ্ধোধন করেন। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা শরিফ উদ্দীন, আসমাউল্লাহ, শহিন হোসেন, মিঠুন চক্রবর্তী, কাজল অধিকারি, লিটন দেবনাথ, আহসানউল্লাহ বাবু, মাসুম বিল্লাহ, আসাদুল, ফারুক হোসেন, রাজ দেবনাথ, আজিজুর ইসলাম, সুজন দেবনাথ, মুকুল, নাহিদ প্রমূখ।
বড়দল প্রতিনিধি এসএম শরীফ জানায়, উপজেলার বড়দলে দিবসটি উপলক্ষে বড়দল ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান মিঠুর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি, প্রীতি ক্রিকেট ম্যাচ ও রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল। ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক দীপক সানা পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক সোহরাব মোড়ল, উপজেলা ছাত্রলীগ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, মহসীন আলী লিটন সানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি আছাদুল ফকির, সম্পাদক আলমগীর সানা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএম আব্দুল আজিজ গাজী, সাংগাঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ মহিন সানা, তরুনলীগ সভাপতি মামুন মালী সহ উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।






মাগুরায় বিএনপি প্রার্থীর লিফরেট অপসারণ শুরু
মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর
গদাইপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জবেদ গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
মাগুরায় লাখো মানুষের অংশগ্রহণ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালী ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী 