রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার গোবিন্দকাটিতে শীম চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর
ডুমুরিয়ার গোবিন্দকাটিতে শীম চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর
![]()
অরুন দেবনাথ ডুমুরিয়া ঃ ডুমুরিয়া উপজেলার বরাতিয়া ব্লকে গোবিন্দকাটি গ্রামে শীম সবজি চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর মল্লিক। স্থানীয় ও সরজমীনে গিয়ে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগরের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের হত দরিদ্র মৃত অধীর মল্লিকের পুত্র সুরেশ্বর তিনি স্বাবলম্বী হওয়ার কথা ভেবে শুরু করেন কৃষি কাজ। কিন্তু পৈত্রিক সূত্রে তার নেই কোন আবাদযোগ্য জমিজমা। গ্রামের ধনী পরিবারের লোকজনদের কাছ থেকে জমি বর্গা নিয়ে শুরু করেন বিভিন্ন ধরণের সবজীর চাষ। বর্তমানে সে ২ বিঘা জমিতে শীমের চাষ করেছে। শীমের বাজারে দাম ভালো থাকায় অধিক লাভবানের আশংঙ্খা করছেন। তিনি এ প্রতিবেদককে জানান, গতকাল তার ক্ষেতে প্রায় ৪’শ কেজি শীম উঠছে। প্রতি কেজি শীম পাইকারী ২৫ টাকা দরে বিক্রি করছেন। ২ বিঘা জমিতে চাষ করতে তার খরচা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এ পর্যন্ত তার ৪৫ হাজার টাকা বিক্রি হয়েছে। তিনি আরো বলেন বাজার দর ঠিক থাকলে এখনও ৪০ হাজার টাকার শীম বিক্রি হবে। তিনি রাসায়নিক সার হিসেবে ব্যবহার করেছেন গুটি ইউরিয়া। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, সুরেশ্বর মল্লিক একজন ভালো পেশাজিবী কৃষক।






কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক 