বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » বাড়িঘর ও চারটি ট্রাক ভাংচুর মাগুরায় দুই পক্ষে সংঘর্ষ, আটক ২৫
বাড়িঘর ও চারটি ট্রাক ভাংচুর মাগুরায় দুই পক্ষে সংঘর্ষ, আটক ২৫
![]()
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে ইটভাটায় শ্রমিকদের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতাল ও মম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ছয়টি বসতঘর ও ওই গ্রামে অবস্থিত সায়েম ইটভাটায় রাখা তিনটি ট্রাক ও একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালুকান্দি গ্রামের সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা ও একই গ্রামের বাহাজ উদ্দিনের সাথে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। পদ না থাকলেও এই দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
বাহাজ উদ্দিনের সমর্থকেরা কয়েকজন শ্রমিককে ইটভাটায় কাজ করতে বাধা দেয়। কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আলতাফ মোল্যা, মছিয়ার রহমান আলীম ফকির, বানু বিবিসহ সাতজন আহত হন। সংঘর্ষ চলাকালে কলিম উদ্দিন, নায়েব খাঁ, ফছিয়ার রহমান, মছিয়ার রহমান ও আকিদুল ইসলামসহ ছয়জনের বসতঘরে হামলা ভাংচুরে ক্ষতিগ্রস্ত হয়। এসময় বসতঘর থেকে মালপত্র লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান।
সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা বলেন, ‘ইটভাটায় রাখা আমার চারটি ট্রাক ভাংচুর ও দুটি শ্যাালো ইঞ্জিন লুট করে নিয়ে গেছে।’
ফোন না ধরায় বাহাজ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।






১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি
বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ 