শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ছেলের কুড়ালের কোপে পিতার মৃত্যু : আটক ১
পাইকগাছায় ছেলের কুড়ালের কোপে পিতার মৃত্যু : আটক ১
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ছেলের কুড়ালের কোপে হতভাগ্য এক পিতার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মানসিক ভারসাম্যহীন ছেলে প্রহ্লাদ ঘুমন্ত পিতা নির্মল অধিকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ছেলে প্রহ্লাদকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর গ্রামে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের ভবানীপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নির্মল অধিকারী (৬০) প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে তার মানসিক ভারসাম্যহীন ছেলে প্রহ্লাদ (৩৫) কে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ছেলে প্রহ্লাদ নিজেদের ব্যবহৃত কুড়াল দিয়ে ঘুমন্ত পিতার মাথায় কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই পিতা নির্মলের মৃত্যু হয়। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে প্রহ্লাদকে আটক ও ব্যবহৃত কুড়াল জব্দ করে। শুক্রবার সকালে নিহতের মৃত দেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, বিয়ের ১/২ বছর পর থেকে প্রহ্লাদের মস্তিস্ক বিকৃতি ঘটতে থাকে। বেশ কিছুদিন আগে পাবনার মানসিক হাসপাতাল থেকে তার পিতা-মাতা তাকে চিকিৎসা করে এনেছে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, পিতাকে হত্যার অভিযোগে ছেলে প্রহ্লাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই পরিমল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আটক প্রহ্লাদ হত্যার কথা স্বীকার করেছে। তবে সে মানসিক ভারসাম্যহীন কিনা সে বিষয়টি যাচাই¬-বাছাই করে দেখা হবে।






মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন 