শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ার চুকনগরে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
ডুমুরিয়ার চুকনগরে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা॥
ডুমুরিয়ার চুকনগরে হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বেলা ১টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ। গ্রেফতারকৃতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার আব্দুল মজিদ শেখের পুত্র রিপন শেখ (২৭), ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের আব্দুস সোবহান মোড়লের পুত্র শাহিনুর রহমান (৩৮) এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরমোহাম্মদ শেখের পুত্র মহিউদ্দিন (২৭)। এরা ৩জনই চুকনগর শহরে মাছ ও রেণু পোনার ব্যবসা করেন বলে জানা যায়। তারা মাছের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেডের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে বলে র্যাবের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে অভিনব পন্থায় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশনের সামনে থেকে শাহিনুর রহমান ও মহিউদ্দিন কে ৪৭গ্রাম হেরোইন সহ আটক করলেও মুল হোতা রিপন শেখ পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার সকালে পুনরায় তাকে ধরার জন্যে অভিযান চালায় র্যাব। অবশেষে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে বেলা ১টার দিকে চুকনগর বধ্যভ’মি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় তারা সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একাধিক ব্যাক্তির মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে নিয়মিতভাবে কুমিল্লা, ফেণী, চট্টগ্রাম, কক্সবাজার, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।






পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার
বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর ! 