শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস
মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস

মাগুরা প্রতিনিধি :
উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী বিনা-মসুর-৮ ও ১০ -এর সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবস শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে। মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কৃষি মন্ত্রাণালয়ের পরিদর্শন কর্মকর্তা শেখ মোঃ আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে বিনা প্রধান কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান ও বিনা উপকেন্দ্রে মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সম্পা রানী ঘোষ। বক্তব্য রাখেন-স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ পাল, কৃষক আক্কাস খান ও নিরোদ বিশ্বাস।

মাঠ দিবসের আলোচনা সভায় বিনা কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত ৮ ও ১০ জাতের মসুরি’র রোগ বালাই কম হয় এবং প্রচলিত সাধারণ জাতের চেয়ে ফলন প্রায় দ্বিগুন। এছাড়া সাধারণ জাতের চেয়ে বিনা ৮ ও ১০ জাতের মসুরি’র জীবনকাল কম হওয়ায় একই জমি থেকে কৃষকরা সহজে একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারেন। আলোচনা সভা শেষে কৃষি কর্মকর্তারা আক্কাস খানের জমিতে চাষ হওয়া বিনা-৮ জাতের মসুর ক্ষেত পরিদর্শন করেন।






পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
বহুমুখী ফসল উৎপাদনে পাইকগাছার কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে
শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাঁসি
২০ বছর পর কালিয়ার বিলে আউস ও আমন ধানের ব্যাপক ফলন; কৃষকের মুখে হাসি
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ 