সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে আমের বাম্পার ফলন
কেশবপুরে আমের বাম্পার ফলন

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে হিমসাগর ল্যাংড়া গোবিন্দভোগ আমরূপালী গোপালভোগ সহ বিভিন্ন প্রজাতির আমের বাম্পার ফলন হওয়ায় এ অঞ্চলের আমাচাষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অনুকুরে থাকায় গত বছরের চেয়ে এবার প্রতিটি বাগানের আমের ভালো ফলন হওয়ায় আম চাষীদের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যে চাষীর বাগানের গাছের আম পাঁকতে শুরু করেছে। বড় কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে সময় মতো আমচাষীরা তাদের গাছের আম বিক্রি করতে পারলে লাভের মুখ দেখতে পাবে বলে অধিকাংশ চাষীরা এমসটিই আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা বাণিজ্যিকভাবে আম চাষে আগ্রহী না থাকলেও উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বারি আম, আমরূপালী, ফজলি, ল্যাংড়া, রাজভোগ ও গোপালভোগসহ বেশ কিছু উন্নত জাতের আম বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাগানের সংখ্যা বাড়ছে। বাজিতপুর গ্রামের আমচাষী নজরুল ইসলাম বলেন, বসত বাড়ির আঙ্গীনায় আম চাষ করে প্রতি বছরই বাগতি আয়ের উৎস হয়ে আছে। কৃষি অফিসের পরামর্শে আম চাষ করায় ভার ফলন হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসারা মহাদেব চন্দ্র সানা বলেন, কৃষকদের বাণিজ্যিকভাবে আম চাষে তেমন আগ্রহ না থাকলেও কৃষি অফিসেরবিভিন্ন পরামর্শের মাধ্যমে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। যার ফলে এ বছরে ৫৫০ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমের বাম্পার ফলন হওয়ায় সে লক্ষমাত্রা অর্জিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।






পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
বহুমুখী ফসল উৎপাদনে পাইকগাছার কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে
শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাঁসি
২০ বছর পর কালিয়ার বিলে আউস ও আমন ধানের ব্যাপক ফলন; কৃষকের মুখে হাসি
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ
পাইকগাছায় পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন 