শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।
৩৮০ বার পঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি স্বজনপ্রীতি ও কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ।

---

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের মঠবাটী ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ এর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত করোনা সহায়তা উপহার মানবিক কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ হয়েছে। ১১ই জুন বৃহষ্পত্তিবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য শেখ কামরুল হাসান টিপু বরাবর অভিযোগ প্রদান করেন ওয়ার্ডবাসি। উল্লেখ্য অভিযোগ পত্রে মঠবাটী গ্রামের ১৩৭জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাটী ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনা সহায়তার উপহার মানবিক কার্ড তার মায়ের নামে ও তার জ্যাঠাতো ভাইয়ের নামে দিয়েছে। সরকারি চাকুরীজীবির স্বামীর নামেও কার্ড দিয়েছে। তাছাড়া স্বচ্ছল, পাঁকা দালানবাড়ী, গাড়ী, জমিজমা রয়েছে এমন ব্যক্তিদেরকে তিনি কার্ড দিয়েছেন। অথচ গ্রামের অত্যন্ত গরীব মানুষ মানবিক সহায়তার কার্ড পায়নি। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ জানান, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে শুনেছি। আমাকে জেলে কার্ড ও রেশন কার্ডধারী বাদে তালিকা দিতে বলা হয়েছে। প্রথম তালিকায় অনেকের নামে অভিযোগ ছিল, সে কারনে পরবর্তীতে তালিকা থেকে তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রথম তালিকা নিয়ে অভিযোগ করছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)