শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
এস ডব্লিউ নিউজ:
খুলনার উপকূলের জানমালের সুরক্ষায় অবিলম্বে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক এ মানববন্ধনের আয়োজন করে।
খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন খুলনা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সৌরভ গাইন, কমলেশ বাছাড় ও মোঃ আসাদ শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের মানুষ ত্রাণ চায় না। তারা টেকসই ভেড়িবাঁধ চায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভৌত অবকাঠামো, ঘরবাড়ি ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ¡াসে কয়েকশ’ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙে গেছে। শত শত গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। হাজারো মানুষ গৃহহীন হয়েছেন।
বক্তারা কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহ জিয়াউর রহমান স্বাধীন, বঙ্গরাজ দেলোয়ার হোসেন, সুয়েতা মিম, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবক তুহিন, ফরহাদ, নয়ন, জাহিদ, জাফরিন, মাসুদ, স্বাধীন, নাইমুর সুমন, জুয়েল, জামাল, নিলয় প্রমুখ।






পাইকগাছায় উপকূল দিবস পালিত
দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি; তৎপর শিকারীরাও
জীবনের ঝুঁকি ও সুদের বোঝা মাথায় নিয়ে জীবিকার লক্ষে জেলেদের সমুদ্রযাত্রা
সুন্দরবনের দুবলারচরে রাসপূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ
শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে প্রস্তুতি চলছে
উপকূলীয় কেওড়া ফল বাণিজ্যিকীকরণ অর্থনীতিতে নতুন মাত্রা আনতে পারে
পাইকগাছায় শিবসা নদিতে ধরা পড়ছে ইলিশ; নাগালের বাইরে দাম
ভারী বর্ষণে পাইকগাছা শহর ও নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি বেড়েছে জনদূর্ভোগ
আইলার ১৬ বছর ; আজও উপকূলবাসীকে কাঁদায়
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি; উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে 