বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা বহিস্কার
খুলনায় ধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা বহিস্কার
এস ডব্লিউ;
খুলনা মহানগরীতে একটি আবাসিক হোটেলের কক্ষে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার হয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম। এ ঘটনায় তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা করা হবে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান।
এর আগে গতকাল বুধবার ৮ ডিসেম্বর ভোর রাতে এসআই জাহাঙ্গীরকে লোয়ার যশোর রোডের সুন্দরবন হোটেল থেকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামালা দায়ের করেন। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, মোংলা উপজেলার বাজিকর গ্রামের ওই নারী মঙ্গলবার ৭ ডিসেম্বর বিকেলে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য থেকে খুলনায় আসেন। কিন্তু ডাক্তারের সিরিয়াল না পেয়ে তার ভাগ্নের পূর্ব পরিচিত মিশারুল ইসলাম মনির আবাসিক হোটেল সুন্দরবনের দু’টি কক্ষ ভাড়া নেয়। একটি কক্ষে মা-মেয়ে ও অপর কক্ষে ভাগ্নে আলিমুল ইসলাম বাবু থাকেন।রাত সোয়া ২টার দিকে গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম হোটেল বয় গোলাম মোস্তফাকে ডেকে নিয়ে ওই নারীর (৩১৩নং) কক্ষ ধাক্কা দিতে থাকে। সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এরপর ওই নারীর সাথে জাহাঙ্গীর আলম অসদাচারণ করতে থাকে।পরে ভয়-ভীতি দেখিয়ে মেয়ের সামনে মাকে জোরপূর্বক ধর্ষণ করে এসআই জাহাঙ্গীর আলম।
ধর্ষণের পর তিনি চিৎকার করলে হোটেল বয় ও অন্যরাসহ হোটেল রুমে থাকা ভাগ্নে উঠে হোটেল মালিককে বিষয়টি জানায়। এসময়ে হোটেলের মেইন গেট বন্ধ করে দিয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।






মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 