সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনি =
: আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডলের নির্বাচনী কাজে বাঁধা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের দেয়াবর্ষিয়া জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, আমি ৮নং খাজরা ইউনিয়নের একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করার সময় আমার প্রতিপক্ষ প্রার্থীর নৌকা প্রতিকের সমর্থক দেয়াবর্ষিয়া গ্রামের মৃত. ধীরেন্দ্রনাথ মন্ডলের পুত্র সাবেক মহিলা মেম্বরের স্বামী জমি ও বিভিন্ন মামলার দালাল বিমল কৃষ্ণ মন্ডল সহ তার দলবল আমার নির্বাচনী কাজে বাঁধা প্রদান করছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেম্বার প্রার্থী পরিতোষ গাইনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন, গত শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্র নাথ মন্ডল তার বাড়ির সামনে পৌছলে প্রার্থীর পথ রোধ করে হুমকী ধামকী দেওয়া হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মেম্বার প্রার্থী পরিতোষ গাইন তার বাড়ির সামনে পৌছলে একই ভাবে পথ রোধ করে লাঞ্চিত ও হুমকী ধামকী দেওয়া হয়। বিমল কৃষ্ণ, সমীত ও ভোম্বল সন্ত্রাসী স্টাইলে তাদেরকে স্বাভাবিক ভাবে চলাচল ও ভোটের প্রচারনা করতে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করায় তারা শঙ্খিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন। এছাড়া অনুমান ১৫ দিন পূর্বে সাধন গাইনকেও মারপিট করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে আরও অনেক ব্যক্তিকে হুমকি ধামকি ও মারপিট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন ব্যক্তিকে মারপিট করার অভিযোগে ভুক্তভোগী কর্তৃক থানায় মামলাও করা হয়েছে। এরপরও বিমল কৃষ্ণ মন্ডল ও তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানা, উপজেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অবিলম্বে উক্ত বিমল কৃষ্ণ মন্ডলের কুশপুত্তলিকা দাহ করা হয়। অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করতে প্রশাসন, নির্বাচন কমিশন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।






পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযােনে ২২ আসামী গ্রেফতার
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
পাইকগাছায় দীঘিতে গোসল করতে গিয়ে আজিজুরের মৃত্যু
মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 