সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে কৃষকের ২১০০ মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
কেশবপুরে কৃষকের ২১০০ মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
এম.আব্দুল করিম, কেশবপুর থেকে: যশোরের কেশবপুরে বিনামূল্যে উন্নতজাতের পাট বীজ বিতরণ করা হয়েছে। পাট চাষের সোনালী অতীত ফিরাতে এবং পাট চাষ বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ২ হাজার ১০০ জন কৃষকের মঝে বিনামূল্যে দেওয়া হয়েছে এসব পাটবীজ। পাটের বাজারমূল্য বেশি পাওয়ায় গতবছর লক্ষ্য মাত্রার চেয়ে ৭০০ হেক্টর জমিতে করা হয়েছিল পাটের আবাদ। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ওই সব জমিতে পাটের বা¤পার ফলন হয়েছিল। উপজেলা ১১টি ইউনিয়ন এর মধ্যে হাসানপুর, ত্রিমোহিনী, মঙ্গলকোট, পাঁজিয়া, সাতবাড়িয়া ও মজিদপুর ইউনিয়নে সম্প্রতি তালিকা অনুযায়ী কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে তোষা জাতের পাট বীজ এবং ১২ কেজি করে মিশ্র সার দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে উপজেলার অন্য ইউনিয়নে পাট বীজ ও সার বিতরণ করা হবে জানিয়েছেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম রঞ্জু। গেল সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন পরিষদ চত্বরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। পরে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্যব্যক্তিদের নিয়ে কৃষকদের মাঝে এসব বিতরণ অব্যাহত রয়েছে। গতবছর এ উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৭০০ হেক্টর বেশী জমিতে পাটের আবাদ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, পাটের বাজারমূল্য বেশি হওয়ায় এ উপজেলার চাষীরা পাট আবাদে ঝুঁকেছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত হলে বিগত বছরের ন্যায় এবারও আশা করছি চাষীরা পাট বিক্রি করে ভালো দাম পাবেন।






পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
অগ্নিশ্বর কলা চাষে নজর কেড়েছেন অলক বিশ্বাস
মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক 