শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » কৃষি » কয়রায় বিনা চষে আলু ও রসুনের চাষের উপর মাঠ দিবস
প্রথম পাতা » কৃষি » কয়রায় বিনা চষে আলু ও রসুনের চাষের উপর মাঠ দিবস
২১২ বার পঠিত
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় বিনা চষে আলু ও রসুনের চাষের উপর মাঠ দিবস

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ; ---কয়রায় সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও এসিআইএআর অস্ট্রোলিয়া ও কৃষি গভেষনা ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগীতায় বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত লবনাক্ত অঞ্চলে নিবিড়তা বৃদ্ধিতে বিনা চাষে আলু ও রসুনের পাইলট প্রোডাকশন প্রোগ্রামের উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

 গত ৭ মার্চ বিকাল ৩ টায় কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের কৃষক রবীন্দ্র নাথ ঢালীর বাড়ীতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন কৃষি গভেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি গভেষনা ফাউন্ডশনের ইডি ডঃ জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের প্রফেসর ডঃ ময়নুল হক, কৃষি গভেষনা ফাউন্ডশনের ডঃ নরেশ চন্দ্র দেব বর্মা, ডঃ শাহরিয়া আক্তার, সরেজমিন গভেষনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গভেষনার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, এ্যাডঃ আনিছুর রহমান, সমাজ সেবক আনোয়ার হোসেন, স্থানীয় কৃষক রবীন্দ্র নাথ ঢালী, মোঃ হাসান, গোপাল সরদার প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা জানান, এ বছর বিনা চাষে আলু ও রসুন চাষাবাদে তারা ভাল ফলন পয়েছেন। পর্যায় ক্রমে এই অঞ্চলের কৃষকরা বিনা চাষে ফসল উৎপাদনে উৎসাহী হয়ে উঠছে বলে জানান তারা।





আর্কাইভ