শুক্রবার ● ১২ মে ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » সপ্তদ্বীপার সাহিত্য আসর
প্রথম পাতা » সাহিত্য »
সপ্তদ্বীপার সাহিত্য আসর
৩৩২ বার পঠিত
শুক্রবার ● ১২ মে ২০২৩
সপ্তদ্বীপার সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১২ মে শুক্রবার সকাল সাড়ে ১০
টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, শাজাহান আলী, পঞ্চানন সরকার, অসিম রায়, রোজী সিদ্দীকি, হাসনা খাতুন সুমাইয়া, সমিরণ কুমার ঢালী, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।