শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ
১১৮ বার পঠিত
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

---

পাইকগাছায় আদালতের পর এবার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে (উপ-কেন্দ্র) অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।২৭ ডিসেম্বর বুধবার ভোরে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা উপজেলার কপিলমুনির সলুয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনের পূর্ব দিক থেকে লাঠির মাথায় চট পেঁচিয়ে তাতে পেট্টোল লাগিয়ে অগ্নিসংযোগ করে। ভোর ৬ টার দিকে একটা পাওয়ার ট্রান্সফার্মারে হঠাৎ ধোঁয়া দেখে কেন্দ্রের লাইন্সম্যান সিদ্দিকুর রহমান ও সিকিউরিটিম্যান অশোক কুমার সাহা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একারণে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

  ---

 

 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: সাইফুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার,পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা এজিএম মো: রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তফসির উদ্দীন, হরিঢালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, এসআই শাহজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডিজিএম জানান, দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল। তবে দ্রুত লাইন বন্ধ করে দেয়ায় সেটা আর হয়নি। আমরা আবার বিদ্যুৎ লাইন চালু করে দিয়েছি। কুয়াশার কারণে কাউকে দেখতে পায়নি দায়িত্বরতরা।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করা হয়েছে। অবশ্যই এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে কোন গোষ্ঠি জনসাধারণের মনে ভীতির সঞ্চার করতে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।---

 গত ১৩ ডিসেম্বর দূর্বৃত্তরা পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাশ কক্ষে অগ্নিসংযোগ করেছিল।  ঘটনার দু’সপ্তাহ পর পল্লী বিদ্যৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।





আর্কাইভ