রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ধূমপান ও মাদকবিরোধী শোভাযাত্রা আলোচনা সভা
নড়াইলে ধূমপান ও মাদকবিরোধী শোভাযাত্রা আলোচনা সভা

ফরহাদ খান, নড়াইল ; ’সুস্থ সবল কিশোর-কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’-এ স্লোগানে নড়াইলে ধূমপান ও মাদকবিরোধী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস নড়াইলের আয়োজনে রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শোভাযাত্রা বের করা হয়। ‘কৈশোরবান্ধব নড়াইল জেলা’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক নজরুল ইসলাম, পরিদর্শক আব্দুস সালাম, পুলিশ পরিদর্শক নাজমুল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তা মমতাজ বেগম, ডাক্তার শুভাশীষ বিশ্বাস, ডাক্তার আসিফ আকবর, ডাক্তার আবুল খায়ের মিরাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, রেডক্রিসেন্ট ও বাঁধন কর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অতিথিরা বলেন, স্বাস্থ্য বিভাগের হিসাব মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত সময়টা কৈশোরকাল। এ বয়সে হরমোন পরিবর্তন হয়। এ কারণে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। ওজন ও উচ্চতা বাড়ে, হাড়ের গঠন হয়, পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এ সময়ে তাদের ‘গাইড’ করার প্রয়োজনীয়তা রয়েছে। কৈশোরকালটা সামলে নিতে না পেরে অনেকে বিপথে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে ধূমপানে আসক্ত হয়। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে বিপথে চলে যায়। নীতি-নৈতিকতার অভাব দেখা দেয়। এ সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতনতা বাড়াতে ধূমপান ও মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিনের উদ্যোগে নড়াইলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কমিউনিটি কেন্দ্রে ব্যতিক্রমী ‘কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি কর্ণার’ চালু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের কৈশোরকালের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টিসহ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। নীতি-নৈতিকতা সম্পর্কে জানানো হচ্ছে।
২০২৩ সালের এপ্রিল মাসের দিকে এ প্রকল্পের কাজ শুরু করেন সিভিল সার্জন সাজেদা বেগম পলিন। তবে ওই বছরের (২০২৩) ১৬ আগস্ট এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।






মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরা সদর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দফা দাবীতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন
কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত 