সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা
আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা

আশাশুনি : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে
প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। সভায় এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড বলেন, দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায় অফিসিয়াল অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল। যে কারণে উপজেলার সাধারণ ভূমি মালিকগণ চরম ভোগান্তির শিকার হয়েছেন। আমি যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে আসছি। ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিক কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা হয়ে থাকে। সভায় সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক এস, এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, দপ্তর সম্পাদক শেখ বাদশা। সভায় প্রেসক্লাবের সহসভাপতি আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া, সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য জগদীশ চন্দ্র সানা, মুকুল শিকারী, আরাফাত হোসেন, সাংবাদিক বিএম আলাউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।






মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে চেক বিতরণ
নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আশাশুনির প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার মারা গেছেন
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 