রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরায় টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ।। ধানের ক্ষতির শঙ্কা
মাগুরায় টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ।। ধানের ক্ষতির শঙ্কা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দু’দিনের টানা বর্ষনে ডুবে গেছে ধানের ক্ষেত । সদরের বিভিন্ন স্থানের টানা বর্ষনে পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে মাছের ঘের । তাছাড়া দু’দিনের টানা বর্ষনে নিন্ম অঞ্চাচল হয়েছে প্লাবিত । শহরের পৌরসভার কলেজ পাড়া ,কাউন্সিল পাড়া,হাসপাতাল পাড়া,আদর্শ কলেজ পাড়া ,দড়ি মাগুরাসহ বিভিন্ন এলাকায় টানা বর্ষনের ফলে রাস্তাঘাট ডুবে গেছে । রোববার সরজমিন মাগুরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র । টানা বর্ষনে শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকল্ওে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে । আবার কোন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বর্ষনের কারণে শিক্ষার্থী না আসার কারণে কোন ক্লাস হয়নি ।
এদিকে দুদিনের টানা বর্ষণে সদরের হাজীপুর ,হাজরাপুর,মঘী,চাউলিয়া,আঠারোখাদা,কুছুন্দিসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গিয়ে দেখা গেছে,প্রবল বর্ষনের ফলে ঊঠতি ধানের ক্ষেত তুলিয়ে গেছে । যে সব কৃষক দু’মাস আগে ধান রোপন করে ছিলেন তাদের ধান এখন পানির নিচে । আর যারা এক মাস আগে ধান রোপন করে ছিলেন তাদের ধানের চারাও পানিতে ডুবে গেছে ।
সদরের মঘী গ্রামের কৃষক শফিকুল বলেন,আমি ৪ বিঘা জমিতে ধান রোপন করে ছিলেন । ধানের চারা বেশ বড় হয়ে গিয়েছিল কিন্তু বিল এলাকার ধান পানিতে ডুবে গেছে । দু’দিনের অবিরাম বর্ষনে পানি বেশি বৃদ্ধি পাওয়ায় ধানের জমিতে বেশি পানি রয়েছে । এখন আর কয়েকদিন যদি বর্ষন থাকে তাহলে আমার অনেক ক্ষতি হবে ।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন বলেন,আমি ৩ বিঘা ধান লাগিয়েছি । দু’দিনের বর্ষনে নিচু এলাকার ধানের জমিতে পানি বেড়ে যাওয়ায় চিন্তিত আছি । ধানের জমিতে পানি থাকবে স্বাভাবিক কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত চারা গাছের পানি বেশি থাকলে ধানের ফলন ভালো হয় না । তাই ২ বিঘা জমির ধান নিয়ে একটু বিপাকে আছি ।
কৃষি বিভাগ বলছে ,দু’দিনের টানা বর্ষণে সদরের বিভিন্ন এলাকায় ধানের ক্ষেতে যে পানি জমতে তাতে ক্ষতির কোন শঙ্কা নেই । আবহাওয়া বিরুপ প্রভাবে এ রকম হতেই পারে । আমরা মনে করছি এক দুই দিনের মধ্যে আবহাওয়া ভালো হয়ে গেলে এ শঙ্কা কেটে যাবে ।






শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
পাইকগাছায় কৃষকের সোনালি স্বপ্ন ক্ষেতের ধান পোকায় কুরে কুরে খাচ্ছে
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শীতকালীন আগাম সবজি চাষে লাখপতি সুশেন বালা
পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল 