বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » কয়রায় আগুনে পুড়ে সার- কীটনাশকের দোকান ভস্মীভূত
কয়রায় আগুনে পুড়ে সার- কীটনাশকের দোকান ভস্মীভূত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ খুলনার কয়রা উপজেলার মহারাজপুরে একটি খুচরা সার ও কীটনাশক বিক্রয় কেন্দ্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামস্থ মেসার্স সিয়াম ষ্টোর আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দাবী করেন স্বত্বাধিকারী আব্দুল মান্নান সানা। এ বিষয়ে কয়রা থানায় একটি জিডি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে উপজেলার দেয়াড়া বাজার মোড়ে সুনামের সাথে সার ও কীটনাশকের পাশাপাশি মাছের খাবারের ব্যবসা করে আসছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান সানা। তার ব্যবসা দেখাশুনা করেন তার পিতা মাহবুল আলম সানা।
সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে দোকানটিতে আকস্মীক দাউদ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসি ইউপি সদস্যকে ফোন করেন এবং ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারই মধ্যে দোকান ঘরসহ সকল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য ও দোকানের স্বত্বাধিকারী আব্দুল মান্নান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমার দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কয়রা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুস সালাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সার বিক্রেতার দোকানের সব পুড়ে গেলেও পাশ্ববর্তী দোকানগুলোতে আগুন লাগতে পারেনি। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে দোকানের মালিক আঃ মান্নান থানায় সাধারণ ডায়েরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






পাইকগাছায় মাদকসহ রাজনৈতিক মামলায় আটক- ৩
মহম্মদপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পাইকগাছায় সরকারি মাটি কর্তনে যৌথ অভিযানে আটক -২ : একজনের কারাদণ্ড
পাইকগাছায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
মাগুরায় নাটা গাড়ি উল্টে নিহত ১
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক 