শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা
২৫৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা

---
মাগুরা  প্রতিনিধি: “এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে” এ শ্লোগান নিয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায়  শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ভুঁভুঁ জেলা বাশিঁ, বিভিন্ন সাজ্জে সজ্জিত হয়ে নেচে গেয়ে অংশ নেয়। মাগুরা প্রধান প্রধান সড়কে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে যানযটের সৃষ্টি হয়। এ উপলক্ষে সকাল ৭টা থেকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে । অনেক দিনের পুরানো বন্ধুকে পেয়ে সবাই আনন্দে আতœহারা হয়ে ওঠে। কেউ আনন্দে কেঁদে ফেলে,আবার কেউ তার বন্ধুকে পেয়ে পুরানো দিনের স্মৃতিতে ফিরে যেতে চাই । সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন তারপর বেলুন উঠানো মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। সকাল ১০টায় বর্তমান ও প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে করা হয় বৃক্ষরোপন। সকাল সাড়ে ১১ টায় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে জুলাই-আগস্ট মাগুরার ১০ শহিদ পরিবারের মাঝে সম্মাননা প্রদান। দুপুর ১২টায় শুরু হয় বিভিন্ন ব্যাচের বিরতীহীন আড্ডা। দুপুর ৩ টায় প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় স্মৃতিচারণ। এতে অংশ নেয় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা । বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। সন্ধ্যায়  স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করে। ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থী আলী আহমদ বলেন ,মাগুরা মডেল স্কুলের ১৭০ বছর পূর্তিতে আমি আমার অনেক বন্ধুকে পেয়ে আনন্দে আতœহারা হয়েছে। আজ সারাদিন সব বন্ধু মিলে আড্ডা দেব। আইসক্রিম খাব ও স্কুলের পুরানো স্মৃতিগুলো সবাই শেয়ার করবো। ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী উজ্জল বলেন, আমি ৯২ সালে এ স্কুল থেকে এসএসসি পাশ করি। তারপর অনেক বন্ধুর সাথে আর দেখা হয়নি। আর পুরানো ও বাল্যকালের সব বন্ধুকে পেয়ে আমি খবুই আনন্দে আতœহারা। আজ সারাদিন সব বন্ধু মিলে হবে আড্ডা আর স্কুল জীবনের স্মৃতিগুলো নিয়ে হবে নতুন গল্প। মাগুরা বালক বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর করা হয়েছে আলোকসজ্জা। শহরের বিভিন্ন গরুত্বপূর্ণ পয়েন্টে দেওয়া হয়েছে আকর্ষর্নী ফেস্টুন। বিদ্যালয় প্রাঙ্গনে সাজানো হয়েছে একাধিক বাহারী রঙের ফেস্টন,আলোকসজ্জা। আয়োজক কমিটির প্রধান খান ইমাম হোসেন পিকুল বলেন,মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তিতে সামনে রেখে আমরা ১ মাস আগে থেকে কাজ শুরু করেছি। এ উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে মাগুরা শহর আলোজসজ্জার কাজ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রঙের গেট, ফেস্টুন ও বাহারী রঙের আল্পনা করা হয়েছে। এ উৎসবে প্রায় ৪ হাজার বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আজ সকাল ৭টা থেকে রেজিস্ট্রশন কৃত শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি ,টুপি ও খাবারের টোকেন বিতরণ করা হয়েছে । সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, সকাল ৯টা ১৫ মিমিটে বর্ণাঢ্য র‌্যালী, সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন, সকাল ১১টায় শ্রদ্ধেয় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে গণঅভ্যথ্থানে মাগুরা ১০ শহীদদের মাঝে সম্মাননা, দুপুর ১২টা থেকে বিরতীহীন আড্ডা, ফটোসেশন, স্মৃতিচারণ,র‌্যাফেল ড্র ও সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করবে। মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম মঞ্জু বলেন, ১৭০ বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  এ উৎসবে এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীরা মিলিত হয়েছে। সারাদিন উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গন হয়েছে আলোকিত।





শিক্ষা এর আরও খবর

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ নিলো শিক্ষার্থীরা লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ নিলো শিক্ষার্থীরা
পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ৪তলা ভবন উদ্বোধন পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ৪তলা ভবন উদ্বোধন
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ

আর্কাইভ