

সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় নড়া নদীর বিরোধে বিএনপি নেতাদের নামে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় নড়া নদীর বিরোধে বিএনপি নেতাদের নামে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছার লতায় নড়া নদী কেন্দ্রিক বিরোধে রেখামারী- কাঠামারী বাজারে বিএনপি’র নেতাদের নামে মানববন্ধন ও সবুজ মৎস্য খামারের স্বত্ত্বাধিকারী মাসফিয়ার রহমান সবুজের প্রেস ব্রিফিং এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর বাসভবনস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল জানান, লতা ইউনিয়নের উন্মুক্ত নড়া নদী (১) বিগত ১৭ বছর যাবত লতা ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রকাশ বিশ্বাসের মাধ্যমে ঘের করে অবৈধ ভাবে দখলে আছে। কিন্তু ৫ আগস্টের পর চাঁদাবাজের পরিবর্তন ঘটে। এ নদী থেকে একজন গডফাদার ও দুজন সন্ত্রাসী যাদের বিএনপির সাথে সম্পর্ক নেই তারা চাঁদাবাজি করছে।
তিনি গত ৯ মে রাত্রে মরহুম ফসিয়ার রহমানের বড় ছেলে মাশফিয়ার রহমান সবুজের বাসা বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের তদন্ত দাবি করে জানান, মিথ্যা বর্ননায় একব্যক্তি সংবাদ সম্মেলন করতে বাধ্য করেছেন।
কারোর নাম উল্লেখ না করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় লতার পুতলাখালীতে জনৈক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যর জমি ডিড ছাড়া বনদস্যু বাহিনীর গডফাদার জোর করে ঘের করছেন। তাছাড়া বীরমুক্তি যোদ্ধা সাবেক এমপি সম বাবর আলী ২৪ বিঘা জমির ঘেরসহ বিভিন্ন স্থানে জমি ও ঘের দখল করেছেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, আসাদুজ্জামান ময়না, মো,নজির আহমেদ, মেছের আলী, সন্তোষ সরকার, মিজান জোযাদ্দার,আঃ মজিদ গোলদার, মফিজুর ইসলাম টাকু, তোফাজ্জেল হোসেন,আবু মুছা, আল মামুন হোসেন,ইমামুল ইসলাম,নাজমুল হুদা মিন্টু, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, এ্যাডঃ সাইফুল্লাহ সুমন,হুরায়রা বাদসা,ছাত্রদল সভাপতি সরোজিৎ ঘোষদেবেন,আবু হানিফ মিলনসহ অনেকে।