

রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে গণকমিটির সমাবেশ
মাগুরায় মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে গণকমিটির সমাবেশ
মাগুরা প্রতিনিধি : জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে, মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ করা, জলাবদ্ধতা যানজট নিরসন করা, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রবিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তাগণ বলেন, গত পরশুদিন ১১ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে ভাঙ্গারি ব্যাবসায়ী সোহাগকে যুবদলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করার ঘটনা, খুলনায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা মাহবুবকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে ইসলামি বয়ানে মতের অমিল হওয়ায় মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা গভীর উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়।
নেতৃবৃন্দ দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে মব-সন্ত্রাস, নারী ধর্ষণ-নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানান । তাছাড়া নেতৃবৃন্দ মাগুরায় জলাবদ্ধতা-যানজট নিরসনে ও মশার উপদ্রব দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।