

রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে একটি তুলার মিলে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি মিজান মোল্যা দাবি করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রসিদ্ধ লাঙ্গলবাঁধ বাজরস্থ শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া এলাকার তুলা ব্যবসায়ী মিজান মোল্যার তুলার মিলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ওই এলাকার বাসিন্দা নায়েব আলী জানান, শনিবার সন্ধ্যায় তুলার ঘরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে আগুন আগুন বলে চিৎকার দেন। তার চিৎকার শুনে এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশেপাশের ও বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের গতি এতটাই বেশি ছিল যে, সাধারণ মানুষের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা আদৌও সম্ভব ছিল না। লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে শ্রীপুর উপজেলা ও শৈলকুপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ও শৈলকুপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি টিম দীর্ঘ সময় আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে তুলার মিলটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এ বিষয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাঁধ বাজারে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই শৈলকুপা ও শ্রীপুর উপজেলা থেকে দুইটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তুলার মিলের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। তবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমেই কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তুলার মিলটি পুড়ে গেলেও আমাদের কারণে পার্শবর্তী দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সঠিক করে বলতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে এবং ক্ষতির পরিমান ১০ লক্ষ টাকা হতে পারে।