শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
মাগুরা প্রতিনিধি: মাগুরায় গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় মাগুরা পুলিশ ৩ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) ও শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল হাসান (২০) ।
শুক্রবার বিকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ( ক্রাইম এন্ড অবস) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। ঘটনায় সরকারি এ দুই অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ, পুলিশের একাধিক টিম শহরের অভিযান চালায়।এ অভিযানে প্ররিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে নিজনান্দরয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারত্তিতে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, নাশকতার উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার কারা মদত দাতা, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, তাদের দেয়া তথ্য মতে শহরের গুরুত্বপূর্ণ অফিস আদালতে হামলা করার মূল উদ্দেশ্যই ছিল পরিকল্পনাকারীদের। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






পাইকগাছায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযােনে ২২ আসামী গ্রেফতার
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 