রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
মাগুরা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়।
রবিবার দুপুরে বেলা ১২.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে দই-মিষ্টি, বিরিয়ানি, হোটেল ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মুসলিম সুইটস নামক প্রতিষ্ঠানে তদারকিকালে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। খুবই স্যাতসেঁতে, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে দই মিষ্টিসহ অন্যান্য খাদ্যদ্রব্য। কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, নোংরা মেঝে ও র্যাকে অস্বাস্থ্যকরভাবে যত্রতত্র খাবার খোলা রাখা হয়েছে। খোলা রাখা দই মিষ্টির মধ্যে পরে আছে তেলাপোকা, মশা, মাছি, মাকড়সার পা ও মাথার চুলসহ নানা অপদ্রব্য। খাবারে মেশানো হচ্ছে মানব দেহের জন্য ক্ষতিকর হাইড্রোজসহ অন্যান্য রাসায়নিক দ্রব্য। পুর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস কর্তৃক তাদের নিয়ে মিটিং করলেও কারখানার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও সংরক্ষণের বিষয়ে তাদের মধ্যে কোন উন্নতিই পরিলক্ষিত হয়নি।
অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি তৈরি ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং কারখানার পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ৩ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। এসময় অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও তৈরি করা খাবার নষ্ট করে দেওয়া হয়। ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ‘ভেজালমুক্ত স্বাস্থ্যকর খাবার প্রতিটা মানুষের দৈনন্দিন চাহিদা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’ সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।






পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক
মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
পাইকগাছায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযােনে ২২ আসামী গ্রেফতার
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০ 