মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির -সু প্রদীপ চাকমা
আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির -সু প্রদীপ চাকমা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সু প্রদীপ চাকমা। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় মাগুরা জেলা অডিটোরিয়াম গণভোট প্রচারের উদ্বুদ্ধ করুন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির । যেখানে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, যেখানে থাকবে না কোন বৈষম্য।
তিনি বক্তব্যে আরো বলেন, গণভোটারদের উদ্বুদ্ধ করুন নিরপেক্ষতা ভাবে দেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হোক। আমাদের বাংলাদেশ ইন্টারনেট কেউ বন্ধ না করুক। আমাদের নতুন প্রজন্ম পড়াশুনায় অগ্রাধিকার পাবে। সম্প্রীতি বজায় থাকবে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে আপনারা সকলকে উদ্ধুদ্ধ করুন।
তিনি গণভোটের প্রচারণা লিফলেট ও ব্যানার ফেস্টুনের কথা উল্লেখ করে বলেন, দশ বছরের বেশি সময় কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সরকারি দল ইচ্ছে মতো সংবেদন সংশোধন করতে পারবেনা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদায় পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষা ও সাংবাদিক স্বীকৃতি দেওয়াসহ অন্যান্য দাবি কথা তুলে ধরেন এ বক্তা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গ্রামপুলিশসহ সুধীজন এ মতবিনিময়ে অংশগ্রহণ করেন।






মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪
খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 